Wednesday, March 21, 2012

বই মেলা থেকে আমাদের সিনিয়র রিপোর্টার - আবুল

                     লেখকঃ বগা নজ়রুল
  কাহিনীসংক্ষেপঃ এটা একটা তফসোসভিত্তিক উপন্যাস। এক অসহায় ঘোরা বারবার ননস্টপ ডিম পেড়েই চলছে।কিন্তু আশ্চর্য ! সারা ডিন সারা রাত মুরগির মোত ডিমের উপর বসে থেকেও একটা বাচ্চা পয়দা হলো না। তাই তো আফসোসে শেষ নেই এই ঘোরার।আফসোস নিয়ে শুরু রুদ্ধশ্বাবা এক কাহিনী। এমনই রুদ্ধ যে আপনার শ্বাস আর পড়তেই চাইবে না।শ্বাস না পড়লেউ বইটি শেষ করতে পারবেন বলে আমরা ব্যাপক আশাবাদী। পাঠকের কথা ভেবেই বইটির মূল্য

Saturday, March 3, 2012

ধাঁধা সংখ্যা-১


  •   হাত নেই,দেশে দেশে ঘুরে ,সেটার অভাব হলে অনাহারে লোক মরে - মুদ্রা
  •  হাতির দাত , ময়ূরের পাখ, কাঁচাতেও খাই, রান্না করেও খাই - মূলা
  •  ছোট ছোট ছেলে গুলো, ভাংগা নৌকাতে থকে, আগুনের তাপ পেলে, লাফাই লাফাই নাচে - খই

মোবাইল ফোনে ঠাট্টাটকঃ some fun with mobile network services


অনেক মোবাইল ফোন ব্যভারকারী অনেক সময় কথা বলার মানুষ পায় না তাই অপারেটর হেল্প নম্ব্রে কল করে থাকেন।তখন তিনি শুন্তে পান কিছু রেডিমেইড ভয়েস ম্যাসেজ।
১) যখন কারো মোবাইল ফোনের সুইচ অফ থাকেঃ
·       আপনার ডায়ালকৃত নম্বরে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না।একটু দম নিন।এক গ্লাস পানিতে তিন আঙ্গুলের এক চিমটি লবণ আর এক মুঠ গুড় মিশিয়ে ঘুটা দিন।এবার এই মিশ্রণটি ধীরে ধীরে গলায় ঢালতে থাকুন।তারপর আবার ঢায়াল করুন।
·       ফোনটা এখন বন্ধ!তাতে কী? আবার ট্রাই করুন।কথায় আছে না?একবার না পারিলে দেখ শতবার...।

উকিল বনাম মক্কেল


উকিলঃ আচ্ছা, আপনি ওই লোকের ঘড়ি চুরি করলেন কেন ?
মক্কেলঃ না, আমি তো চুরি করিনি। তিনি নিজেই আমাকে ঘড়িটি দিয়েছেন।
উকিলঃ কী বলছেন! তিনি কখন আপনাকে ঘড়িটি দিলেন?
মক্কেলঃ কেন,আমি যখন আমার বন্দুকটি দেখলাম!

নতুন এক মক্কেল বিখ্যাত এক উকিলের সঙ্গে দেখা করতে এসেছেন-
মক্কেলঃ আচ্ছা, আপনার ফি কত ?

Friday, March 2, 2012

জিভে মানি এসে গেল ! - when I heard the news

খুব মনোযোগ দিয়ে নাস্তা করছিলেন আজিজ সাহেব। পাশে বসে থাকা তার ছোট ছেলে এক সময় জিজ্ঞাস করল, "আচ্ছা বাবা পোড়া আলু খেতে কেমন লাগে?"
আহ ! কী কথা মনে করিয়ে দিলি রে বাপ, খুবই মজার খাবার সেটা। জিভে মানি এসে গেল !
সত্যিই ? কি মজা !

হটাৎ এই প্রশ্ন কেন বল তো ?
একটু আগে ফোন এসেছিল-তোমার আলু গুদামে আগুন লেগেছে।

আমার হাতে হাতুরি কতটা নিরাপদ?

রাজু - কাজ করার জন্য হাতুরি কতটা নিরাপদ ?
বাচ্চু - আমার জন্য সম্পূর্ণ নিরাপদ।
রাজু - কিভাবে?
বাচ্চু - হাতুরি দিয়ে কাজ করার সময় পেরেকটা অন্যকে ধরতে দিই।