Wednesday, March 21, 2012

বই মেলা থেকে আমাদের সিনিয়র রিপোর্টার - আবুল

                     লেখকঃ বগা নজ়রুল
  কাহিনীসংক্ষেপঃ এটা একটা তফসোসভিত্তিক উপন্যাস। এক অসহায় ঘোরা বারবার ননস্টপ ডিম পেড়েই চলছে।কিন্তু আশ্চর্য ! সারা ডিন সারা রাত মুরগির মোত ডিমের উপর বসে থেকেও একটা বাচ্চা পয়দা হলো না। তাই তো আফসোসে শেষ নেই এই ঘোরার।আফসোস নিয়ে শুরু রুদ্ধশ্বাবা এক কাহিনী। এমনই রুদ্ধ যে আপনার শ্বাস আর পড়তেই চাইবে না।শ্বাস না পড়লেউ বইটি শেষ করতে পারবেন বলে আমরা ব্যাপক আশাবাদী। পাঠকের কথা ভেবেই বইটির মূল্য
নির্ধারন করা হয়েছে নাইশ নাইত্রিশ টাকা মাএ।শ্তল নং- ০০০০

           লেখকঃ যানযটে অতিষ্ঠ ন্যাড়া মকবুল
 কাহিনীসংক্ষেপঃ নেড়া বেলতলায় নাকি একবারই যায়।তবে কি আমাদের মকবুল নাড়ারও অধম! বারংবার যানযটে নাকাল হচ্ছেন তিনি। তারই এক অবিজ্ঞতাপূর্ণ উপন্যাস এটি।বইটি পরলে জ়ানতে পারবেন, কিভাবে যানযটের কবলে পড়েও মাথা ঠাণ্ডা রখা যায়। আমরা ০.১১ ভাগ নিশ্চিত, বইটি একবার পড়লে ছিড়ে ফেলতে ইচ্ছে করবে। তার পরই আপনারা ভাববেন –নাহ, আসলে বইটা প্রতিটা মানুষের জ়ন্য হেভবি প্রয়োজ়ন। যারা প্রায় সারা দিন জ়টের কবলে পড়ে থাকেন, তাদের জ়ন্য বইটি এক্কেবারে ফ্রি। স্টলঃ জটের মধ্যে পড়া গোমড়ামুখো লোকাল বাস ।         

Ø আমি সম্পাদক বলছি 
লেখকঃ তারছেঁড়া মোড়ল      
                        
  সম্পাদক তো আর হুদাই হওয়া যায় না। কত পলিশ, কত লবিং , কাঠথড় পোহানোর পরই যে একজন কৌন ক্রোড়পতির মতো সম্পাদকের হট সিটে বসা যায় – এটা ত তারই এক আত্নজীবনীমূলক উপন্যাস। এ উপ্যাসে স্থান পেয়েছে এক সম্পাদকের মেলা ঝামেলা পোহানোর দিন। যে বইটি লিখেছেন তাঁরও মাথার দুই-একটা তারও ছিঁড়ে গিয়েছিল সম্পাদক হওয়ার গূঢ় বাসনায়। বইটির হাদিয়াঃ যে যেমন দেয়। স্টলঃ সম্পাদকের বাসা।


লেখকঃ পর্দার (অথবা পৃষ্ঠার) আড়ালে থাকা লেখকরা

  কাহিনীসংক্ষেপঃ বাংলাদেশে পত্রিকার আভাব নেই। ওইসব পত্রিকায় কত লেখক যে লেখা পাঠায় আর কত লেখা যে সম্পাদকের কৃপাদৃষ্টির অভাবে ময়লার ঝুড়িতে নিক্ষেপ হয়। সেই লেখাগুলো কোথায় যায়? ঝালমুড়ি বিক্রেতার কাছে , নাকি জ্বালানি হিসেবে?এ ব্যাপারে অনুসন্ধনী রিপোর্টেরও বড় অভাব।বাংলাদেশে এই প্রথম আমরাই ময়লার ঝুড়ি থেকে অতি গোপনে কিছু লেখা সংগ্রহ করে বইটা বের করেছি। বইটার কোনো দাম ধরা হয়নি। স্টলঃ অমনোনীত লেখার লেখকের বাড়ি বাড়ি।  
            

No comments:

Post a Comment